5339

05/17/2024 পরিবার টিকা না নিলে স্কুলে ফিরতে পারবে না সন্তানরা

পরিবার টিকা না নিলে স্কুলে ফিরতে পারবে না সন্তানরা

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২১ ১৭:২২

পুরো পরিবার টিকার আওতায় না আসলে সন্তানদের স্কুলে ফেরাতে পারবে না বলে জানিয়েছে চীনের কয়েকটি প্রদেশের স্থানীয় সরকার কর্তৃপক্ষ। আগামী সেপ্টম্বরে দেশটিতে স্কুল খোলার কথা রয়েছে। এ ছাড়া দেশটির কয়েকটি শহর কর্তৃপক্ষ সেখানকার হাসপাতাল ও সুপারমার্কেটগুলোতে ঢুকতে হলেও সবার টিকা নেওয়ার নিয়ম চালু করেছে। খবর-বিবিসির।

চীন ইউরোপের দেশ ফ্রান্স ও গ্রিসের মতো নির্দিষ্ট কয়েকটি খাতে টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। দেশটি এ বছরের মধ্যেই ৬৪ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চাইছে।

গুয়াংজি প্রদেশের কর্তৃপক্ষ চলতি সপ্তাহে একটি নোটিস জারি করেছে। এতে বলা হয়েছে, ‘যারা এখনও টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়া উচিত। টিকা নিন, যাতে আপনার শিশুর স্কুলে ফেরার ওপর কোনো প্রভাব না পড়ে।’

জিয়াংজি ও হেনান প্রদেশ কর্তৃপক্ষও একই ধরনের নোটিস জারি করেছে। যেসব পরিবার টিকা নিয়েছে কেবল তাদের সন্তানদেরই আগামী শরতে স্কুলে ফিরতে দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]