5279

08/02/2025 গোল্ডেন বুট জিতলেন রোনালদো

গোল্ডেন বুট জিতলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

১২ জুলাই ২০২১ ১৮:১২

শিরোপা ধরে রাখার লক্ষে ইউরো ২০২০ খেলতে নেমেছিল পর্তুগাল। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। আগে ভাগে খালি হাতে বিদায় নিয়েছে পর্তুগিজরা।

তবে ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন এবারের ইউরোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট।

গ্রুপ পর্বের তিন ম্যাচে পাঁচটি গোল করেছেন সিআর সেভেন। দলের বাকি দুই গোলের একটিতে সহায়তাও করেন রোনালদো। সুবাদে জিতলেন গোল্ডেন বুট।

যদিও চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকও পাঁচটি গোল করে ছিলেন। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুট পেয়েছেন এ পর্তুগিজ মহাতারকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]