5243

05/19/2024 করোনায় মৃত্যু বেড়েছে ভারতে

করোনায় মৃত্যু বেড়েছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

৯ জুলাই ২০২১ ১৬:৪৮

ভারতে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা চার লাখ ৫ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে। দেশটির গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার মানুষ। তবে দৈনিক সংক্রমণ সামান্য কমেছে।

এর আগে বৃহস্পতিবার ৪৫ হাজার ৮৯২ জন, বুধবার ৪৩ হাজার ৭৩৩ জন এবং মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবারের পর থেকে টানা তিন দিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর থেকে দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ১৭ হাজার, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ মানুষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]