5207

05/19/2024 এমডিদের বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ৯ তথ্য

এমডিদের বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ৯ তথ্য

অর্থনৈতিক প্রতিবেদক

৬ জুলাই ২০২১ ০২:৩১

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে যেতে পারবেন না বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীরা, এ খবর বেশ পুরোনো। তবে এখন থেকে বিদেশ ভ্রমণ করতে চাইলে নতুন করে বেশ কিছু তথ্য কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।

সোমবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে।

নির্দেশনা মতে, ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীদের বিদেশ ভ্রমণের আগে ব্যাংকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, যাতায়াত সময়সহ নয়টি তথ্য দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘এই সার্কুলারের সঙ্গে সংযুক্ত ‘পরিশিষ্ট-ক’ পরিমার্জন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এখন থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্ৰমণের অনুমোদন গ্রহণের নিমিত্তে ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকে প্রেরিত আবেদনপত্রের সঙ্গে পরিমার্জিত ‘পরিশিষ্ট-ক’ অনুযায়ী তথ্যাবলি দাখিল করতে হবে। তবে বিআরপিডি সার্কুলার নম্বর-০৬/২০২০ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্যাবলী যেমন- ব্যাংক-কোম্পানির নাম, প্রধান নির্বাহী কর্মকর্তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, ভ্ৰমণের প্রস্তাবিত সময় (যাতায়াত সময়সহ), পর্ষদে অনুমোদনের তারিখ, দেশের বাইরে অবস্থানকালীন ঠিকানা ও (একাধিক দেশ হলে প্রত্যেক দেশের নাম, সম্ভাব্য অবস্থানের মেয়াদ) সর্বশেষ কখন, কতদিনের জন্য এবং কী উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করা হয়েছে তা উল্লেখ করতে হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]