5182

05/17/2024 জাপানে প্রবল বৃষ্টিপাত, ভূমিধসে নিখোঁজ ২০

জাপানে প্রবল বৃষ্টিপাত, ভূমিধসে নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক

৩ জুলাই ২০২১ ১৯:০৮

জাপানে প্রবল বৃষ্টিপাতের পর আচমকা ভূমিধস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর আতামিতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনএইচকে জানিয়েছে, ভূমিধসে শিজুওকা অঞ্চলের বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে আতামি শহরে ভূমিধসে একাধিক বাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে ভেসে যেতে দেখা গেছে।

জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ এবং দমকল বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ শুরু করেছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিজুওকা কর্মকর্তারা জাতীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে।

ঘটনাস্থলের কাছাকাছি এলাকাগুলোতে রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিধসের আঘাতে গাড়ি উল্টে গিয়ে কানাগাওয়া অঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এনএইচকে’র তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় শিজুওকার পাশাপাশি কানাগাওয়া অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাবে স্থানীয় কর্তৃপক্ষগুলো আকস্মিক বন্যা ও তৎসম্পর্কিত সম্ভাব্য বিপর্যয়ের সতর্কতা জারি করতে বাধ্য হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির বেশ কিছু এলাকায় আরও অন্তত দুদিন ভারি বৃষ্টিপাত হতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]