5141

09/18/2025 গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই

গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন ২০২১ ১৫:৩৪

গ্রিসের ম্যানোলাডা এলাকায় বসবাসকারী তিন শতাধিক বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এসব প্রবাসী শ্রমিকরা ৩৮টি অস্থায়ী ঘরে বসবাস করতেন। ঘরে থাকা তাদের টাকা-পয়সা ও পাসপোর্টসহ সব কিছু পুড়ে গেছে। খবর আনাদোলুর।

তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সময় রোববার (২৭ জুন) রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে শ্রমিকরা জানান।

খবর পেয়ে মঙ্গলবার গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় তিনি স্থানীয় মেয়রকে প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও পাকা ঘর নির্মাণ করে দেওয়ারও অনুরোধ করেন।

প্রবাসী শ্রমিকরা রাষ্ট্রদূতের কাছে বিনামূল্যে নতুন পাসপোর্ট এবং দ্রুত তাদের অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]