5080

05/20/2024 ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর মৃত্যু

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২১ ১৬:৪৭

চলে গেলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। তার বয়স হয়েছিল ৬১ বছর।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তার মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

অ্যাকুইনোকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কমপক্ষে পাঁচ মাস ধরে কিডনির ডায়ালাইসিস করছিলেন এবং সম্প্রতি হার্টের অপারেশন করেছেন।

দেশটির সুপ্রিমকোর্টের বিচারপতি মারভিক লিওনেনকে অ্যাকুইনো নিয়োগ দিয়েছিলেন ২০১২ সালে। তিনি এক বিবৃতিতে বলেন, সকালে সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর খবর আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। আমি তাকে একজন দয়ালু মানুষ হিসেবেই জানতাম। মানুষের সেবা করাটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]