495

05/17/2024 সরকারের অবহেলায় করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে : রিজভী

সরকারের অবহেলায় করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২০ ২০:০০

সরকারের যথাযথ প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে দুস্থ ও গরিবদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

রিজভী বলেন, এই দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের মেম্বার-চেয়ারম্যান ত্রাণের চাল-ডাল-তেল চুরি করছে। আজকে বাংলাদেশসহ গোটা বিশ্বে করোনাভাইরাস বিপর্যয় নিয়ে এসেছে। মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশে করোনা মোকাবিলায় যে ধরনের আগাম প্রস্তুতি নেয়া দরকার ছিল সেটা বর্তমান সরকার নেয়নি। যার কারণেই এটা দেশব্যাপি ছড়িয়ে পড়েছে বলেও এসময় অভিযোগ করেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]