4911

08/01/2025 ভারতে করোনায় আরও ৪ সহস্রাধিক মৃত্যু

ভারতে করোনায় আরও ৪ সহস্রাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন ২০২১ ১৭:৫১

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ‍মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৮১ জনের। শনিবার (১২ জুন) হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৩২ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের। মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৮১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ২১ হাজার ৩১১ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে শনিবার পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৬৯১ জনের, আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৫০৫ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]