4819

05/15/2024 ইউক্রেনের জার্সি বিতর্কে ‘রেগে আগুন’ পুতিনের রাশিয়া

ইউক্রেনের জার্সি বিতর্কে ‘রেগে আগুন’ পুতিনের রাশিয়া

ক্রীড়া ডেস্ক

৮ জুন ২০২১ ২১:২৯

স্থগিত হয়ে যাওয়া ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০ সালের আসর শুরু হতে যাচ্ছে ১১ জুন। শেষ মুহূর্তে সব দল নিজেদের ঝালিয়ে নেওয়ায় ব্যস্ত। তবে এ টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গেছে। ইউক্রেনের জার্সির ডিজাইন নিয়েই মূলত দেখা দিয়েছে বির্তক।

সম্প্রতি দেশটি ইউরো ২০২০ এর জন্য জার্সি উন্মোচন করেছে। এ জার্সিকে ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। এ জার্সির তীব্র বিরোধিতা করেছে রাশিয়া।

বিরোধিতার কারণ হলো- ইউক্রেনের হলুদ রঙের এ জার্সিতে একটি মানচিত্র আঁকা রয়েছে। সেখানে নাকি ক্রিমিয়াকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে ইউক্রেন। বিতর্কের শুরু সেখান থেকেই। রাশিয়ার দাবি, ক্রিমিয়া তাদের। তাহলে কোন যুক্তিতে ইউক্রেন ক্রিমিয়াকে মানচিত্রে স্থান দিল?

২০১৪ সালে ক্রিমিয়ায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। যদিও রাশিয়ার এ দাবির আন্তর্জাতিক স্বীকৃতি নেই। জাতিসংঘ ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবেই মনে করে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ইউরো জার্সিকে রাজনৈতিক উসকানিমূলক মনে করছে রাশিয়া। জার্সিতে কেন মানচিত্র দেখানো হলো এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে রাশিয়া। এ বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনের হলুদ রঙের জার্সিতে মানচিত্রের পাশে লেখা রয়েছে ‘ইউক্রেনের জয়’, ভেতরে লেখা ‘বীরদের জয়’। এই দুই স্লোগান সাধারণত ইউক্রেনের সেনারা ব্যবহার করে। তাই পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

এবারের ইউরোর গ্রুপ সি-তে ইউক্রেন ছাড়া বাকি তিন দল হলো-নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং নর্থ ম্যাসিডোনিয়া।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]