4810

05/02/2025 ‘সীতা’ হতে ১২ কোটি রুপি চান কারিনা কাপুর

‘সীতা’ হতে ১২ কোটি রুপি চান কারিনা কাপুর

বিনোদন ডেস্ক

৮ জুন ২০২১ ১৭:৩২

আবারও রামায়ণের গল্প পর্দায় আনতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। আর এই ছবিতে ‘সীতা’র ভূমিকায় অভিনয় করার প্রস্তাব গিয়েছে কারিনা কাপুর খানের কাছে। কিন্তু 'সীতা'র ভূমিকায় অভিনয় করতে কারিনা ১২ কোটি টাকা চেয়েছেন পরিচালক অলৌকিক দেশাই-এর কাছে।

জানা গেছে, যদি পরিচালক কারিনাকে এই পারিশ্রমিক দিতে রাজি হয়ে যান, তাহলে এটাই হবে তার এখনও পর্যন্ত পাওয়া সব থেকে বেশি পারিশ্রমিক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাধারণত কারিনা প্রতি ছবির জন্য ৬ থেকে ৮ কোটি টাকা নিয়ে থাকেন। তবে কারিনা এত বেশি টাকা চেয়ে বসায় কিছুটা হলেও ভাবাচ্ছে প্রযোজককে।

প্রসঙ্গত, বলিউডে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে তিনি ১৩ কোটি টাকা নিচ্ছেন। শোনা যাচ্ছে সীতা হিসেবে দীপিকার নামও তালিকায় রয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্র: জি২৪ ঘণ্টা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]