ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাসের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। প্রার্থী হওয়ায় সব জায়গায় পৌঁছানো এখন সম্ভব হচ্ছে না, তবে নির্বাচনের পর নিজে গিয়ে এই সমস্যার সমাধান করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর দয়াগঞ্জ ৪০ নং ওয়ার্ডের গণসংযোগকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।
স্থানীয়দের একটি দাবির পরিপ্রেক্ষিতে ইশরাক বলেন, যখন সুযোগ আসবে আমরা সর্বোচ্চ সহায়তা দিয়ে আপনারা যে মন্দিরটি চেয়েছেন, তা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করব।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দী রাজনৈতিক দল বিভিন্ন স্থানে সংঘাত তৈরি করছে এবং নেতা ও সাধারণের প্রতি অশালীন মন্তব্য করছে। যদিও একজন জনপ্রতিনিধি হুমকি-ধামকি দিতে পারে না।
আমরা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই উল্লেখ করে এলাকাবাসীদের উদ্দেশে ইশরাক বলেন, আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান। যেকোনো বিপদে আপদে আমি ২৪ ঘণ্টা মাঠে থাকব এবং দেশের ও জাতির কল্যাণে রাজনীতি করব।