47320

01/31/2026 বিশ্বকাপের আগে সুসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের আগে সুসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক

৩১ জানুয়ারী ২০২৬ ১৯:০৪

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-তে পার্ল রয়্যালসের হয়ে খেলতে গিয়ে অ্যাডাক্টর স্ট্রেইনের শিকার হন ডেভিড মিলার। বিশ্বকাপের আগে তার এই চোটে বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। তবে সুস্থ হওয়ার লড়াইয়ে বিজয়ী এই বাঁহাতি ব্যাটার। ফিটনেস টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন তিনি।

টি-টোয়েন্টিতে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত মিলার বিশ্বকাপে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। আগামীকাল (রোববার) দলের সঙ্গে মুম্বাইয়ে রওনা হবেন তিনি। সিএসএ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘প্রোটিয়া পুরুষ দলের ব্যাটার ডেভিড মিলার আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চিকিৎসা ছাড়পত্র পেয়েছেন। পার্ল রয়্যালসের সঙ্গে এসএ২০ খেলার সময় অ্যাডাক্টর পেশিতে টান পড়ার পর এই সপ্তাহের ফিটনেস টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন মিলার।’

গতবারের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবার ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। ৯ ফেব্রুয়ারি তাদের প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, কেনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বোশ, আনরিখ নর্কিয়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]