47263

01/29/2026 আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৬ ১৭:২৬

বাংলাদেশের চিত্র আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করব, তবুও জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দেব না।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘বর্তমানে চাঁদাবাজির কারণে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম চারগুণ বেড়ে যায়। এতে কৃষক ন্যায্যমূল্য পায় না এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং অন্য কাউকেও করতে দেব না।’

সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের করা এক মন্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, ‘বিএনপি আমলে দেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন জামায়াতের মন্ত্রীরা কেন পদত্যাগ করেননি- এমন প্রশ্ন তোলা হয়েছে।’

কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি- ঢাকা মেইল
এর জবাবে তিনি বলেন, ‘অন্তত কয়েকটি মন্ত্রণালয় যেন দুর্নীতিমুক্ত থাকে এবং দেশের সম্পদ রক্ষা পায়, সেই লক্ষ্যেই জামায়াত নেতারা তখন পদত্যাগ করেননি।’

শেরপুরে নির্বাচনি সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনা প্রসঙ্গে জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখন ভরা মাঘ মাস, এখনই যদি কারও মাথা এত গরম হয়, তবে চৈত্র মাসে কী হবে? গায়ের জোরে কিছুই করা যাবে না। সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।’

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘১৩ তারিখ থেকে এক নতুন বাংলাদেশ যাত্রা শুরু করবে।’

কারওয়ান বাজারের সমাবেশ শেষে বিকেলে মিরপুর ও বনানী মাঠে আরও দুটি নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]