হঠাৎ করে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় সংগীত জীবনের ইতি টানায় নানা জল্পনা শুরু হয়েছে। অনেকে ধারণা করছেন বলিউডের রাজনীতির শিকার হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেউ কেউ মনে করছেন গায়কের সোশ্যাল মিমিয়ায় অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
গান থেকে অবসরের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নানা জল্পনারও ইতি টেনেছেন অরিজিৎ। জানিয়েছেন কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এটার পিছনে কেবল একটা কারণ নেই। বরং একাধিক কারণ রয়েছে। তাছাড়া আমি বহুদিন ধরেই অবসর নেওয়ার চেষ্টা করছিলাম। অবশেষে আমি সেই সঠিক সাহসটা অর্জন করতে পেরেছি।’
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর কারণ উল্লেখ করে অরিজিৎ সিং লেখেন,’ প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর একটা কারণ হলো, আমি খুব সহজেই বোর হয়ে যাই। তাই একই গানের অ্যারেঞ্জমেন্ট বারবার বদলাতে থাকি। এবং নতুন নতুনভাবে সেগুলো পারফর্ম করি। আর বাঁচার জন্য অন্য ধরনের কিছু সংগীত করতে হবে।’
তিনি আরও জানান, এই জায়গা ছেড়ে দিলেন যাতে নতুন কোনো গায়ক উঠে আসেন এবং তাঁকে উৎসাহ জোগান।
অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্তরা চরমভাবে মর্মাহত। সামাজিক মাধ্যমে অনেকেই এই সংবাদটিকে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের মতো বড় ধাক্কা হিসেবে তুলনা করেছেন। ভক্তদের একাংশ তাঁর ‘তুম হি হো’, ‘বিনতে দিল’ বা ‘কেসারিয়া’র মতো কালজয়ী গানগুলোর কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়ালিটি শোর মাধ্যমে যাত্রা শুরু করা এই শিল্পী ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। দুই দশকেরও কম সময়ে জয় করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৫ সালে পেয়েছেন ‘পদ্মশ্রী’ পদক।