4709

05/19/2024 রাজশাহীতে করোনা আরও ৮ জনের মৃত্যু

রাজশাহীতে করোনা আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো

৫ জুন ২০২১ ১৭:৪১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ জুন) সকাল ৮টা থেকে শনিবার (০৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া আটজনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং রাজশাহীর তিনজন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও জানান, শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]