47066

01/25/2026 গাজীপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক

গাজীপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক

গাজীপুর থেকে

২৫ জানুয়ারী ২০২৬ ১১:৪৯

গাজীপুরে অটোরিকশা চালকদের অবরোধ শেষে দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে অটোরিকশা চালানোর দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে জেলার শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণার সামনে অবরোধ সৃষ্টি করেন ব্যাটারিচালিত অটোরিকশার শতাধিক চালকরা।

এসময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেন তারা। এতে দেড় ঘণ্টা ধরে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল পুরো নিষিদ্ধ থাকলেও চালকরা আইন মানছেন না। এতে প্রতিনিয়তই পুলিশ অটোরিকশা আটক করে থানায় নিচ্ছেন। অনেক অটোরিকশা আবার অকেজো করেও দেওয়া হচ্ছে। এমন হয়রানির প্রতিবাদ ও সড়কে অটোরিকশা চলাচলের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান করেন চালকরা।

ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে শতশত কর্মজীবী মানুষ। পরে সকাল ১০টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন, ব্যাটারিচালিত রিকশা মালিক ও চালকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে তাদের দীর্ঘসময় বুঝানোর পরে সড়ক ছেড়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]