47064

01/25/2026 যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬ ১১:২৫

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেট্টি নামে ৩৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে অভিবাসনবিরোধী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক সদস্য। এতে করে এই শহরটিতে এক মাসের ব্যবধানে বর্ডার পেট্রোল অফিসারের হাতে দুজন প্রাণ হারালেন।

অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন। তিনি হাসপাতালের আইসিইউ বিভাগে কাজ করতেন।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) তাকে গুলি করা হয়। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রেট্টি বর্ডার পেট্রোল একটি ৯ মিলিমিটারের আধাস্বয়ংক্রিয় হ্যান্ডগান অফিসারদের কাছে চলে এসেছিলেন। ওই সময় নিরাপত্তা হুমকি মনে করে তাকে গুলি করা হয়। কিন্তু তিনি অস্ত্রটি তাক করেছিলেন কি না সেটি স্পষ্ট করেনি নিরাপত্তা বিভাগ।

তবে এক পথচারীর ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রেট্টির হাতে একটি মোবাইল রয়েছে। ওই সময় হাতে অস্ত্র দেখা যায়নি।

প্রেট্টির পরিবার জানিয়েছে, মিনিয়েসোতাতে তার অস্ত্র রাখার অনুমতি ছিল। কিন্তু তিনি অস্ত্রটি সাথে নিয়ে ঘুরতেন এমন কোনো তথ্য তারা আগে জানতেন না।

তারা আরও জানিয়েছেন, মিনিয়াপলিসে আইস সদস্যরা যেভাবে মানুষকে হেনস্তা করছিল, যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, সেগুলো নিয়ে প্রেট্টি ক্ষুব্ধ ছিলেন।

চলতি মাসে রেনে গুড নামে এক নারীকে বর্ডার পেট্রোলের সদস্যরা যখন গুলি করে হত্যা করে তখন মিনিয়াপলিসে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পেট্রিও। তিনি যখন গুলিবিদ্ধ হন তখন এক নারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন আইসের সদস্যরা। তখন ওই নারীকে বাঁচাতে যান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]