46991

01/22/2026 ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারী ২০২৬ ১৬:০৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিনদিন ছুটি পাবেন।

প্রেস সচিব বলেন, আমাদের এই সরকারের নির্বাচনের আর মাত্র ২১ দিন আছে। ক্যাবিনেট মিটিংয়ে যথেষ্ট এজেন্ডা ছিল। আজকেও প্রায় তিন ঘণ্টা মিটিং হয়েছে। মিটিংয়ে ১৩টা এজেন্ডা ছিল।।

তিনি বলেন, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের আইন (রোহিতকরণ অধ্যাদেশ ২০২৬) এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এমেন্ডমেন্ট অর্ডিনান্স ২০২৬)এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং এটা রিভিউ করার জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আইন। মানি লন্ডারিংকে প্রতিহত করার জন্য এই আইন। আপনারা দেখেছেন গত ১৬ বছরে হাসিনার বাংলাদেশের থেকে প্রচুর টাকা বিভিন্নভাবে চলে গেছে। সেটাকে কীভাবে প্রতিরোধ করা যায় সেটার জন্য এই আইনটা ছিল।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ হাউসবিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন (এমেন্ডমেন্ট অর্ডিনান্স ২০২৬) এর খসড়াটা নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। জুয়া প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স এমএলএ ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়ার খসড়া অনুমোদন হয়েছে।

তিনি বলেন, তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বিজিইপিএ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়েছে। বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা ২০২৬ এর খসড়া আবারও আলোচনা হয়েছে এবং এটাকে আবার রিভিউ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০২৬ এর খসড়া অনুমোদন হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ এর খসরা নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]