46988

01/22/2026 স্মার্ট শিক্ষার নতুন দিগন্ত : বাজারে এলো ওয়ালটন ও শিখোর ‘এডুট্যাব’

স্মার্ট শিক্ষার নতুন দিগন্ত : বাজারে এলো ওয়ালটন ও শিখোর ‘এডুট্যাব’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬ ১৪:১২

বাংলাদেশের শিক্ষার্থীদের ডিজিটাল পড়াশোনার অভিজ্ঞতা বদলে দিতে যৌথভাবে বিশেষ ‘এডুট্যাব’ বাজারে এনেছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন এবং শিক্ষা-প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো। পার্সোনালাইজড লার্নিং ফিচারে সমৃদ্ধ এই ট্যাবটি দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও স্মার্ট শিক্ষা নিশ্চিত করবে।

ওয়ালটন ও শিখো জানায়, সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি মূলত শিক্ষার্থীদের জন্য একটি ‘অল-ইন-ওয়ান’ লার্নিং সলিউশন হিসেবে তৈরি করা হয়েছে। এতে দেশসেরা শিক্ষকদের মাধ্যমে পাঠদান এবং আধুনিক সব শিক্ষা প্রযুক্তির সমন্বয় রয়েছে।

এডুট্যাবে যা থাকছে

শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ পড়াশোনার কথা মাথায় রেখে ডিভাইসটিতে দেওয়া হয়েছে শক্তিশালী কনফিগারেশন। এর মধ্যে রয়েছে- ৮.৬৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে (রেজুলেশন ৮০০x১৩৪০)। হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। অনলাইন ক্লাসের জন্য ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট এবং টাইপ-সি পোর্ট।

কেন আলাদা এই ডিভাইস?

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের সিবিও তৌহিদুর রহমান রাদ জানান, এটি সাধারণ ট্যাবলেটের চেয়ে আলাদা। এতে লাইভ ক্লাস, গাইডেড প্র্যাকটিস এবং অ্যানিমেটেড লেসনের পাশাপাশি রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত স্মার্ট সাপোর্ট। বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের একাডেমিক চাপের কথা মাথায় রেখে বছরের পর বছর পর্যবেক্ষণের মাধ্যমে এই ডিভাইসের সফটওয়্যার ও হার্ডওয়্যার ডিজাইন করা হয়েছে।

ডিজিটাল বিপ্লবে শিখো ও ওয়ালটন

শিখোর প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত এই ট্যাবটি শিক্ষার্থীদের পড়াশোনার কৌশলকে আরও সহজ ও শক্তিশালী করবে। অ্যাপ স্টোরে পূর্ণ অ্যাক্সেস থাকায় এটি সাধারণ অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সুবিধাও দেবে। সফটওয়্যার, হার্ডওয়্যার এবং টিচিং প্র্যাকটিসের এই সমন্বয় বাংলাদেশে ডিজিটাল লার্নিংয়ের নতুন মানদণ্ড স্থাপন করবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

কীভাবে পাওয়া যাবে?

আগ্রহীরা শিখোর ওয়েবসাইট (https://shikho.io/Edutab) ভিজিট করে বা সরাসরি ১৬৭৮০ নম্বরে কল করে এডুট্যাব সম্পর্কে বিস্তারিত জানতে ও অর্ডার করতে পারবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]