46972

01/21/2026 প্রধান বিচারপতির সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান বিচারপতির সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারী ২০২৬ ১৮:২০

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২১ জানুয়া‌রি) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ক‌রেন মা‌র্কিন রাষ্ট্রদূ‌ত। ঢাকার মা‌র্কিন দূতবাস এই তথ‌্য জা‌নিয়েছে।

মা‌র্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

সাক্ষাতে তারা বিচার বিভাগের জন্য পরিকল্পনা এবং দুই দেশের নিরাপত্তা আরও জোরদার করতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

গত ১৫ জানুয়া‌রি রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দিনের কা‌ছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]