46943

01/20/2026 ‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি’

‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি’

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারী ২০২৬ ১৬:৫৫

ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের। তবে সম্প্রতি এই জুটিকে দেখা যাচ্ছে এক ভিন্ন রূপে। বিশেষ করে কেয়া পায়েলের উষ্কখুষ্ক চুল আর মলিন পোশাকের ‘পাগলী’ লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

এবার সেই ঘটনার রেশ ধরে নতুন এক মজার কাণ্ড ঘটিয়েছেন জোভান। জোভান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, শুটিংয়ের বিরতিতে সেই ‘পাগলী’ সাজেই বেশ মন দিয়ে ভাত খাচ্ছেন কেয়া পায়েল।

ছবির ক্যাপশনে জোভান মজার ছলে লিখেছেন, ‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি, কয় ভাত খাইবো না বিরিয়ানি খাইবো।’ অভিনেতার এমন রসিকতায় ভক্তরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, পাগলি হলেও খাবারের রুচি কিন্তু বেশ রাজকীয়!

এর আগে জোভান একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে কেয়া পায়েলকে মানসিক ভারসাম্যহীন এক নারীর বেশে দেখা গিয়েছিল। ভিডিওতে জোভানকে তেড়ে এসে কেয়াকে বলতে শোনা যায়, ‘এককেরে খাইয়ালামু কিন্তু!’ মূলত এটি ছিল একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য।

দর্শকদের অপেক্ষা নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না পেলেও জোভান ও কেয়া পায়েলের এই অফ-স্ক্রিন খুনসুটি দর্শকদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা বলছেন, পর্দায় এই ‘পাগলী’ এবং তার ‘উদ্ধারকারী’ জোভানের রসায়ন দেখার জন্য তারা মুখিয়ে আছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]