46923

01/19/2026 ‘যুক্তরাষ্ট্রের কাছে আন্তর্জাতিক আইনের চেয়ে ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ’

‘যুক্তরাষ্ট্রের কাছে আন্তর্জাতিক আইনের চেয়ে ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ’

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারী ২০২৬ ১৮:৪৫

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে দায়মুক্তির সংস্কৃতি লালন করছে এবং দেশটি বিশ্বাস করে যে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের নিজস্ব ক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গুতেরেস বলেন, ওয়াশিংটনের স্পষ্ট বিশ্বাস হচ্ছে, বর্তমানে বহুপক্ষীয় সমাধান অপ্রাসঙ্গিক। তাদের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, তা হলো মার্কিন ক্ষমতা ও প্রভাবের প্রয়োগ, যা বেশিরভাগ ক্ষেত্রেই আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে পাশ কাটিয়ে করা হচ্ছে।

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটকের কয়েক সপ্তাহ পর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর ইউরোপে ব্যাপক অস্থিতিশীলতার মাঝেই জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্য এলো।

গুতেরেস বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন নীতিমালা ও সদস্য দেশগুলোর সমমর্যাদা বর্তমানে হুমকির মুখে রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই জাতিসংঘের সমালোচনা করে আসছেন।

গত সেপ্টেম্বরের সাধারণ অধিবেশনে তিনি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, তিনি নিজে একাই সাতটি দীর্ঘস্থায়ী যুদ্ধ শেষ করেছেন, যেখানে জাতিসংঘ তাকে কোনও সাহায্যই করেনি। ট্রাম্পের ভাষ্য ছিল, পরে আমি বুঝতে পেরেছি যে জাতিসংঘ আমাদের জন্য ছিল না।

জাতিসংঘ মহাসচিব স্বীকার করেছেন, সনদে বর্ণিত আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে বাধ্য করাতে যথেষ্ট প্রভাব রাখতে হিমসিম খাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ বিশ্বের প্রধান প্রধান সংঘাত সমাধানে ব্যস্ত ঠিক, কিন্তু জাতিসংঘ তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। বড় শক্তিগুলোর যতটা শক্তিশালী প্রভাব রয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন যে, ‘সেই বড় শক্তি কি সেই দ্বন্দ্বগুলোর বাস্তব ও স্থায়ী সমাধানের জন্য ব্যবহার করা হচ্ছে, নাকি কেবল দ্রুত সমাধানের জন্য। দুটি জিনিসের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে।’ তিনি উল্লেখ করেন।

১৯৩ সদস্য দেশগুলো যে নাটকীয় সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মোকাবেলা করার জন্য জাতিসংঘের সংস্কার প্রয়োজন উল্লেখ করে গুতেরেস আরও বলেন, ‘কিছু লোক বিশ্বাস করে যে, আইনের ক্ষমতার পরিবর্তে ক্ষমতার আইন প্রতিষ্ঠা করা উচিত।’

গুতেরেস আরও দাবি করেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য তৈরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আর বিশ্বের প্রতিনিধিত্ব করে না এবং এই সংস্থা প্রায় অকার্যকর। পরিষদের স্থায়ী সদস্য - ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র - যে কোনো একটি বর্তমানে ভেটো প্রস্তাব দিতে পারে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ই ইউক্রেন এবং গাজায় যুদ্ধ বন্ধের বিশ্বব্যাপী প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য এই ক্ষমতা ব্যবহার করেছে।’

উল্লেখ্য, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস ২০১৭ সালে জাতিসংঘের নেতৃত্ব গ্রহণ করেন এবং চলতি বছরের শেষে তিনি এই দায়িত্ব ছেড়ে দেবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]