46900

01/19/2026 ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন, সিইসিকে জানিয়ে এলেন ফখরুল

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন, সিইসিকে জানিয়ে এলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারী ২০২৬ ১৯:৪৯

নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছে বিএনপি। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অভিযোগ জানিয়ে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে আপিলের শেষ দিন আজ রোববার বিকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান বিএনপি মহাসচিব। তাঁর সঙ্গে ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর তাঁরা বেরিয়ে আসেন।

এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ইসি অনেক ক্ষেত্রেই পক্ষপাতমূলক আচরণ করছে বলে তারা মনে করেন। তারা সে বিষয়গুলো সিইসিকে জানিয়েছেন। তারা চাইছেন, ইসি যেন নিরপেক্ষ ভূমিকা রাখে।

মাঠ পর্যায়ে নির্বাচনি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি। সুষ্ঠ অবাধ গ্রন্থ নির্বাচনের স্বার্থে তদন্ত পূর্বক তাঁদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।''

এর সঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তাঁরা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি।’

যাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন, তারা কোন দলের পক্ষে কাজ করছেন, তা খোলসা করেননি বিএনপি মহাসচিব। তার অভিযোগের বিষয়ে ইসির কোনো প্রতিক্রিয়ায়ও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীর নাম ধরে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স, এই বিষয়ে আমরা ইতিপূর্বে আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সে আহ্বান (ইসিকে) জানিয়েছি।’

ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয়ী করার অনৈতিক কূটকৌশল হিসেবে দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক হারে এলাকা পরিবর্তন করাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, মোট কত সংখ্যক ভোটার, কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছে, তার বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে সরবরাহ করার জন্য ইসিকে অনুরোধ করেছেন তারা।

পোস্টাল ব্যালট নিয়েও সিইসিকে অভিযোগ জানিয়ে এসেছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, 'আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটা পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি।’

দেশে পোস্টাল ব্যালট সরবরাহ প্রতীক বরাদ্দের পর করতে ইসিকে পরামর্শ দিয়েছে বিএনপি।

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ডে’ বিএনপি বিশ্বাসী জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘এজন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফরও বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এ বিষয়েও আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।''

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হয়েছে কি না–এ প্রশ্নে তিনি সরাসরি উত্তর এড়িয়ে বলেন, ‘আমরা মনে করেছি লেভেল প্লেয়িং ফিল্ডের চেষ্টা তাঁদের (ইসি) আছে। ছোটখাটো কিছু ত্রুটি আছে, সেগুলো তাঁরা ঠিক করে দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’

বিকালে মির্জা ফখরুল নির্বাচন ভবনে যাওয়ার আগে এদিন সকাল থেকে বিএনপির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মর্সূচি পালন করে।

ছাত্রদলের কর্মসূচি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্রদলের আন্দোলন তো তারা বলবেন, তারা কিভাবে, কেন করছেন, কী ব্যাপার তাদের।’

এরপর তিনি বলেন, ‘তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা নির্বাচন কমিশন আবার তাদেরকে অনুমতি দিয়েছে নির্বাচন করার। আমরা মনে করি যে, এটা সঠিক হয়নি। এটা আরো সমস্যা তৈরি করবে। সুতরাং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত হবে এই বিষয়টা নিয়ে তাদের পুনরায় সে সিদ্ধান্ত গ্রহণ করা।’

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলও ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]