আল হিলালের বিপক্ষে এক গোলে এগিয়ে ছিল আল নাসর। কিন্তু সেই লিড হাতছাড়া হলো। শুধু তাই নয়, ম্যাচটা তারা হেরে গেল ৩-১ গোলে। দুই সপ্তাহ আগেও হিলালের সঙ্গে চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল নাসর, সেই তারাই এখন সাত পয়েন্ট পেছনে। প্রশ্ন তোলাই যায়, এবারো কি ট্রফিহীন মৌসুম কাটাতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো?
আল কাদসিয়ার কাছে হোম ম্যাচে হারের পর নাসর মুখোমুখি হয়েছিল টেবিলের শীর্ষ দল হিলালের। প্রথমার্ধেই কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি রোনালদোর দল। ৪২তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ১৬তম গোল করে দলকে এগিয়ে দেন। এই বছর এটি ৪০ বছর বয়সী তারকার প্রথম গোল।
প্রথমার্ধে নাসর তাদের দারুণ প্রচেষ্টার সুফল পেলেও বিরতির পর কয়েক মুহূর্তের ব্যবধানে জোড়া ধাক্কা খায় তারা। প্রথমত, বক্সের মধ্যে ম্যালকমকে মোহাম্মদ সিমাকান ফাউল করেন। ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালেম আল দাওসারি। বল জালের মধ্যে থাকতেই আল হিলালের রুবেন নেভেস মুখ ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন। নাসর গোলকিপার নাওয়াফ আল আকিদি তার মুখে গুঁতো দেন। শুরুতে হলুদ কার্ড পেলেও ভিএআর রিভিউয়ে লাল কার্ড পান তিনি।
তাতে শেষ আধঘণ্টা ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে নাসরকে। আর তখন থেকেই যা ক্ষতি হওয়ার হয়ে যায়। খেলার ৯ মিনিট বাকি থাকতে মোহামেদ কান্নো স্কোর ২-১ করেন। ৯২তম মিনিটে নেভেস পেনাল্টি থেকে জাল কাঁপান, আলী আল হাসান বক্সের মধ্যে ফাউল করেন আল দাওসারিকে।
নাসর তাদের লিগ মৌসুমে প্রথম ১০ ম্যাচই জিতেছিল। বছর শেষ করে ড্র দিয়ে। এরপর এনিয়ে টানা তিন ম্যাচ হারল তারা। তাতে ১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট তাদের। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল হিলাল। ২৭ ডিসেম্বর শেষ জয় পাওয়া নাসরের সামনে কঠিন চ্যালেঞ্জ। তিন বছর আগে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যে পা রাখা রোনালদো কি পারবেন খরা ঘুচাতে?