46730

01/12/2026 ভয়াবহ দুর্ঘটনায় বদলে যায় বলিউড অভিনেত্রীর চেহারা

ভয়াবহ দুর্ঘটনায় বদলে যায় বলিউড অভিনেত্রীর চেহারা

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারী ২০২৬ ১৬:১০

নব্বইয়ের দশকে বলিউডে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’। সেই এক সিনেমা দিয়েই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন অভিনেত্রী অনু আগারওয়াল। ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখনই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তছনছ করে দেয় তার জীবন। ২৯ দিন কোমায় থাকার পর মৃত্যুকে জয় করে ফিরলেও গ্ল্যামার জগত থেকে চিরতরে হারিয়ে যান এই অভিনেত্রী। রোববার (১১ জানুয়ারি) ৫৭ বছরে পা দিলেন এক সময়ের জনপ্রিয় এই তারকা।

১৯৯৯ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অনু আগারওয়াল। এতে তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘ ২৯ দিন কোমায় ছিলেন। চিকিৎসকরা আশা ছেড়ে দিলেও অলৌকিকভাবে বেঁচে ফেরেন তিনি।

তবে সুস্থ হওয়ার পর দেখা যায়, তিনি তার পুরনো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। এমনকি দুর্ঘটনার প্রভাবে তার শারীরিক চেহারাতেও ব্যাপক পরিবর্তন আসে, যার ফলে রুপালি পর্দায় ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়।

সুস্থ হওয়ার পর অনু নিজেকে যোগব্যায়ামের সঙ্গে যুক্ত করেন। দীর্ঘ সময় অন্তরালে থাকার পর তিনি এখন একজন দক্ষ যোগব্যায়াম প্রশিক্ষক। মাঝের অনেকটা সময় বেঙ্গালুরুতে কাটিয়েছেন এবং সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে যোগব্যায়াম শিখিয়েছেন। প্রায় তিন বছর আগে তিনি আবারও মুম্বাইয়ে ফিরে এসেছেন। গ্ল্যামার জগত থেকে দূরে থাকলেও এখন আলোকচিত্রীদের সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে।

১৯৯০ সালে মহেশ ভাটের ‘আশিকি’র মাধ্যমে বলিউডে অনুর অভিষেক হয়। এরপর ‘গজব তামাশা’, ‘কিং আঙ্কল’ ও ‘রিটার্ন অব জুয়েল থিফ’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

অনু একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, নব্বইয়ের দশকে তার বাড়ির সামনে বর্তমান সময়ের শাহরুখ খানের বাড়ির মতো ভক্তদের ভিড় লেগে থাকত। বর্তমানে সেই জনপ্রিয়তা না থাকলেও অদম্য আত্মবিশ্বাসে নতুনভাবে জীবন পার করছেন এই অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]