46613

01/09/2026 খা‌লেদা জিয়ার মৃত্যুতে দ. আফ্রিকা মিশ‌নে দোয়া মাহফিল

খা‌লেদা জিয়ার মৃত্যুতে দ. আফ্রিকা মিশ‌নে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

৬ জানুয়ারী ২০২৬ ১৩:৩৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমে কোরআন এবং দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া।

সোমবার রা‌তে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানায় বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া।

হাইকমিশন জানায়, অনুষ্ঠানে উল্লেখযোগ‌্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবী অংশগ্রহণ করেন। বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ উপলক্ষে হাইকমিশনে সরকারি কূটনৈতিক কোরের সদস্যদের স্বাক্ষরের জন্য একটি শোকবই খোলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]