46608

01/09/2026 ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যা বললেন কপিল

ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যা বললেন কপিল

খেলা ডেস্ক

৬ জানুয়ারী ২০২৬ ১২:১৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এরই জেরে অন্য খেলাতেও দুই দেশের সম্পর্কে অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। 

এই যেমন প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে অংশ নেওয়ার কথা বাংলাদেশের গলফারদের। তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে কি না এই প্রশ্ন শুনতে হলো ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং পিজিটিআই সভাপতি কপিল দেবকে।

মুস্তাফিজ ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্কোয়াড থেকে বাদ পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। তারপর নিরাপত্তা শঙ্কায় আগামী সেপ্টেম্বরে নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত রেখেছে ভারত। আগামী মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও ভারতে না যাওয়ার ব্যাপারে পণ করেছে বাংলাদেশ। এছাড়া দেশে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে।

আসন্ন পিজিটিআইতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে গতকাল (সোমবার) এক প্রশ্নের উত্তর দিলেন কপিল। তিনি জানিয়েছেন যে, বাংলাদেশের গলফারদের প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়াতে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ট্যুরের উল্লেখযোগ্য বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জামাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান ও মো. আকবর হোসেন।

পিজিটিআই থেকে বাংলাদেশি গলফারদের নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে কপিল বলেন, ‘আমরা বসে সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে আইসিসিকে চিঠিতে জানিয়েছে, কোনোভাবে তারা ভারতে তাদের বিশ্বকাপ লিগ ম্যাচ খেলবে না। শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে তারা। আইসিসি এখন এই বিষয়টি খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]