46583

01/08/2026 পুঁজিবাজারে নতুন বছরে প্রথম পতন, কমল লেনদেনও

পুঁজিবাজারে নতুন বছরে প্রথম পতন, কমল লেনদেনও

অর্থনৈতিক প্রতিবেদক

৫ জানুয়ারী ২০২৬ ১৬:০৬

নতুন বছর শুরু হতেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল পুঁজিবাজার। বছরের প্রথম দুই কার্যদিবস অধিকাংশ শেয়ারে দর বাড়ার পাশাপাশি সূচক ও লেনদেনও বেড়েছিল। তবে, নতুন বছরের তৃতীয় এবং চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ জানুয়ারি) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ও বাছাইকৃত শেয়ারের সূচকে পতন হয়েছে। পাশাপাশি কমেছে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও।

সদ্য বিদায় নেওয়া ২০২৫ সালে পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কার্যদিবসেই বেশিসংখ্যক শেয়ারে দরপতন হয়েছে। এতে বছরটিতে সবগুলো মূল্যসূচক কমেছে। এর মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫১ পয়েন্ট বা ৬ দশমিক ৭৩ শতাংশ কমে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে নেমে যায়। এরপর নতুন বছরের প্রথম দুই কার্যদিবসে সূচকের বড় উত্থান হয়েছিল। আজ নতুন বছরের তৃতীয় কার্যদিবসে আবারো পতন দেখলো সূচক।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। তবে দিনশেষে অধিকাংশ সিকিউরিটিজ দরপতনের তালিকায় চলে যায়। দিনশেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৮৯টির। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৫ পয়েন্টে নেমেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ হাজার ৬ পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৬ পয়েন্টে নেমেছে।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবসে (রোববার) লেনদেন হয় ৫৩৭ কোটি ৪১ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫১ কোটি ৫৯ লাখ টাকা।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৩৯ পয়েন্টে উঠেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬০ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৬ কোটি ৯০ লাখ টাকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]