46447

01/01/2026 স্পিনে জোর দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

স্পিনে জোর দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

খেলা ডেস্ক

১ জানুয়ারী ২০২৬ ১৩:১৩

বছরের শুরুতেই আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মিচেল মার্শকে।

এই দল ঘোষণার মাধ্যমে মূলত নিজেদের পরিকল্পনার দিকটিও পরিষ্কার করেছে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক ভারত সফরের টি–টোয়েন্টি সিরিজে যারা দলে ছিলেন না, এমন কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আবারও ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন ও তরুণ অলরাউন্ডার কুপার কনোলি। এতে বোঝা যাচ্ছে, বড় টুর্নামেন্টের জন্য অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকেই বেশি নজর দিচ্ছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ যেহেতু উপমহাদেশে অনুষ্ঠিত হবে, তাই এখানকার স্পিন সহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখে স্কোয়াডে স্পিনারদের প্রাধান্য দেওয়া হয়েছে। স্পিন আক্রমণের মূল দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তার সঙ্গে স্পিন বিভাগে রয়েছেন ম্যাথু কুনেম্যান ও কুপার কনোলি।

এ ছাড়া দলে রয়েছেন একাধিক স্পিন বোলিং করতে সক্ষম অলরাউন্ডার। গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্ট ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে স্পিন বোলিংয়ে দলের বড় ভরসা হবেন। এতে করে একাদশ গঠনে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের হাতে থাকবে বাড়তি বিকল্প।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]