আসছে বছর ২০২৬-এ যেন বিনোদনের ডালি সাজিয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। জানুয়ারির শুরু থেকেই প্ল্যাটফর্মটিতে যোগ হতে যাচ্ছে একঝাঁক নতুন সিনেমা, জনপ্রিয় সিরিজের পরবর্তী সিজন এবং টানটান উত্তেজনার থ্রিলার।
এর মধ্যে রয়েছে বহুল প্রতীক্ষিত জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর চতুর্থ সিজন। মাস শেষ হওয়ার ঠিক আগে, অর্থাৎ ২৯ জানুয়ারি মুক্তি পাবে এই সিজনের প্রথম অংশ। যদিও এর দ্বিতীয় অংশটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’। অ্যালিস ফিনির জনপ্রিয় মার্ডার মিস্ট্রি উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজের গল্প এগিয়েছে এক ডিটেকটিভ এবং এক সংবাদকর্মীকে কেন্দ্র করে। এক রহস্যময় হত্যাকাণ্ড কীভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই দম্পতিকে আবারও এক করে দেয়, তা-ই দেখা যাবে সিরিজে।
এছাড়াও, পুরোনো জনপ্রিয় সিনেমাগুলো যারা আবারও বড় পর্দায় মিস করছেন, তাদের জন্য থাকছে ‘পিচ পারফেক্ট’, ‘ডুন’ এবং ‘ঘোস্টবাস্টার্স: অ্যানসার দ্য কল’-এর মতো চলচ্চিত্র। ছোটদের পছন্দের তালিকায় থাকা ‘ডেসপিকেবল মি’ এবং এর সিক্যুয়ালটিও যুক্ত হচ্ছে জানুয়ারির প্রথম দিনেই।
এক নজরে উল্লেখযোগ্য মুক্তির দিনক্ষণ
১ জানুয়ারি: ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’, ‘ডুন’, ‘ডেসপিকেবল মি’ (১ ও ২), ‘পিচ পারফেক্ট’ এবং ‘ডিসট্রিক্ট নাইন’।
৫ জানুয়ারি: ‘মানডে নাইট র : ২০২৬’।
৮ জানুয়ারি: ‘হিজ অ্যান্ড হার্স’, ‘লাভ ইজ ব্লাইন্ড: জার্মানি সিজন ২’।
১৫ জানুয়ারি: ‘আগাথা ক্রিস্টি’স সেভেন ডায়ালস’, ‘দ্য আপশ’স’ -পার্ট ৭।
২৯ জানুয়ারি: ‘ব্রিজারটন’ (সিজন ৪, পার্ট ১)।
উল্লেখ্য, এই তালিকাই স্পষ্ট করে, নতুন বছরের প্রথম মাসেই দর্শকদের বিনোদনের যথেষ্ট খোরাক মেটাতে প্রস্তুত নেটফ্লিক্স।