46249

12/27/2025 হাদির কবর জিয়ারত করে ইসির পথে তারেক রহমান

হাদির কবর জিয়ারত করে ইসির পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৫ ১২:২০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (শনিবার) বেলা ১১টা ১৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের হাদির কবর জিয়ারত করতে পৌঁছান তারেক রহমান। কবর জিয়ারতের পর সেখানে কিছু সময় থেকে ঢাবি ত্যাগ করেন তারেক রহমান।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। নির্বাচন কমিশনে কাজ শেষ করে ধানমন্ডি এলাকায় শ্বশুরবাড়িতে যাবেন। সেখান থেকে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে তার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]