46035

12/19/2025 নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী থেকে

১৮ ডিসেম্বর ২০২৫ ১১:৩০

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যগুলো নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সেনবাগ থানার একজন, বেগমগঞ্জ মডেল থানার ৪ জন, সুধারাম মডেল থানার ২ জন, কবিরহাট থানার ২ জন, কোম্পানীগঞ্জ থানার একজন, চরজব্বর থানার ২ জন ও হাতিয়া থানার একজন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশনফেজ-২’-এর অংশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, চলমান ‘ডেভিল হান্ট অপারেশনফেজ-২’-এর অংশ হিসেবে সেনবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থক। এর আগের দিন ৭ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থক। এর আগের দিন ৪ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]