প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খুব কাছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ১৫ জনের দলের নেতৃত্বে এই পেসার।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি কামিন্স। ইনজুরির কারণে লম্বা বিরতির পর ৩২ বছর বয়সী পেসার এবার অ্যাডিলেডে খেলার অপেক্ষায়। ২-০ তে সিরিজে এগিয়ে থেকে ১৭ ডিসেম্বর তৃতীয় ম্যাচ খেলবে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার স্কোয়াডে আর তেমন চমক নেই। ইনজুরি নিয়েও উসমান খাজা এই দলে আছেন। একাদশে ফেরার অপেক্ষায় এই ব্যাটার। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার বেউ ওয়েবস্টার ও অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন। ব্রিসবেন টেস্টে তারা একাদশে ছিলেন না।
পেসার ঝাই রিচার্ডসন অ্যাডিলেডে অস্ট্রেলিয়ান দলের সঙ্গে যোগ দিবেন। ব্রিসবেনে সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের জার্সিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ডানহাতি পেসার। ইনজুরি থেকে ভালোভাবে সেরে উঠলে সিরিজের শেষ দিকে তাকে মাঠে নামানোর কথা ভাবছেন নির্বাচকরা।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার।