45751

12/08/2025 বিদেশি কোম্পানিকে গ্যাসফিল্ড না দেওয়ার দাবি

বিদেশি কোম্পানিকে গ্যাসফিল্ড না দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬

গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। পাশাপাশি গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিও জানান তারা।

সোমবার (৮ ডিসেম্বর) কারওয়ানবাজারে পেট্রোবাংলার সামনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আয়োজনে গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, রশিদপুর, ছাতক ও সুনেত্রসহ কয়েকটি গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। অবিলম্বে দেশ বিরোধী চুক্তির প্রক্রিয়া বন্ধ করতে হবে, নয়তো আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আয়োজকরা জানান, মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের নেতারা মানববন্ধন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করতে গেলে পেট্রোবাংলার মূল ফটক প্রায় ৪০ মিনিট বন্ধ করে রাখেন পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

পরে রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পেট্রোবাংলার পরিচালক প্রশাসনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় মূল ফটক বন্ধ রাখার ব্যাখ্যা জানতে চাওয়া হয়এছাড়া দাবির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হলো তাও জানতে চাওয়া হয়

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের, ক্যাবের সদস্য আবুল কালাম, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু খান প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]