45705

12/08/2025 গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ডিইউজে আরও সক্রিয় হবে, আশা জামায়াত আমিরে

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ডিইউজে আরও সক্রিয় হবে, আশা জামায়াত আমিরে

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটি আরও সক্রিয়ভাবে কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সংবাদকর্মীদের অধিকার আদায়ে ডিইউজে আগের তুলনায় আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখবে এই আশাই এখন সবচেয়ে জরুরি।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ নতুন কমিটির উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা, সুনাম এবং যোগ্য নেতৃত্বেরই স্পষ্ট প্রমাণ। তিনি মনে করেন, এই ধারাবাহিকতা গণমাধ্যমের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম যোগ করবে।

বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান শক্তি এবং সত্য প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জাতির সামগ্রিক উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য। সেই বিবেচনায় ডিইউজের নেতৃত্ব শুধু পেশাগত স্বার্থ সংরক্ষণ নয় বরং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা অটুট রাখতে বড় দায়িত্ব বহন করে।

ডা. শফিকুর রহমান ডিইউজের নবনির্বাচিত নেতাদের ও সদস্যদের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন আল্লাহ আপনাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন এবং দায়িত্ব পালনে সফলতা দিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]