ফের আইনি ঝামেলায় জড়িয়েছেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি (মধ্যমা প্রদর্শন) করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুব শিগগিরই পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে শাহরুখপুত্রকে।
ভারতীয় গণমাধ্যম এএনআই সূত্রে খবর, আরিয়ান খানের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী ওয়াইজ হুসেইন। শুধু তাই নয়, অশালীন অঙ্গভঙ্গির বিষয়টি উল্লেখ করে কর্ণাটকের রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা পড়েছে।
ওই আইনজীবীর দাবি, আরিয়ানের মধ্যমা প্রদর্শন করার কারণে সেই রাতে ওই পার্টিতে উপস্থিত থাকা বহু নারী অপমানিত বোধ করেছেন। পুলিশের কাছে তিনি বাদশাপুত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে আরিয়ান ব্যাঙ্গালুরুর ওই নাইটক্লাবে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের পুত্র জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদ।
ক্লাবে উপস্থিত অতিথিদের উল্লাস দেখে আরিয়ান তখন বারান্দায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করেন। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি দেখে ব্যাঙ্গালুরুর বাসিন্দাদের একাংশ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। সেই প্রেক্ষিতেই এবার থানায় অভিযোগ জমা পড়েছে।