45631

12/04/2025 এতিম ও নারীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করলেন মির্জা ফখরুলের পরিবার

এতিম ও নারীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করলেন মির্জা ফখরুলের পরিবার

ঠাকুরগাঁও থেকে

৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের উদ্যোগে এতিম শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে নির্মাণ করা হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স।

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা-মায়ের নামে নির্মাণাধীন এই কমপ্লেক্সটি বাসমাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এখানে শত শত এতিম শিশু বিনামূল্যে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সেবা পাবে। নারীদের জন্য থাকবে বিশেষ স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম। গত এক বছর ধরে নির্মাণকাজ চলছে, যার চার ভাগের তিন ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি শতাধিক এতিম শিশুর জন্য প্রাথমিক কার্যক্রমও শুরু হয়েছে।

কমপ্লেক্সের এডুকেশন ইনচার্জ আহম্মেদ আমিন বলেন, এখানে বাসমাহ অরফানস হোম, বাসমাহ স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার এবং বাসমাহ উইমেন্স অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার- এই তিনটি অংশে কার্যক্রম পরিচালিত হবে।

অরফান হোমের এডুকেশন ইনচার্জ আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে তাদের পাঁচটি শাখা রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ শাখার কার্যক্রম পরিদর্শনের পর মির্জা পরিবারের সদস্যরা এতিমদের জন্য এমন উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাস্তবায়নে উৎসাহিত হন এবং এ উদ্দেশ্যে ৭৫ শতক জমি দান করেন।

বাসমাহ ফাউন্ডেশনের সিইও মীর সাখাওয়াত হোসাইনের বরাতে আহম্মেদ আমিন আরও জানান, সারাদেশে বাসমাহর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে- বাসমাহ স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার, বাসমাহ অরফানস হোম, বাসমাহ উইমেন্স স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, শীতবস্ত্র বিতরণ, কুরবানি প্রোগ্রাম এবং ইফতার কার্যক্রম

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]