45568

12/03/2025 ইসির আইডিইএ প্রকল্পের ৮০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত

ইসির আইডিইএ প্রকল্পের ৮০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর ২০২৫ ১৯:০২

আইডিইএ-২ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চুক্তির মেয়াদ বৃদ্ধি না হওয়ায় এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) অধীনস্থ আইডিইএ প্রকল্পের ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রকল্পের বর্ধিত সময়ে তাদের পুনঃনিয়োগ দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। প্রকল্পের বর্ধিত মেয়াদের জন্য আউটসোর্সিং জনবলের চাকরির মেয়াদ বৃদ্ধির উদ্দেশ্যে তাদের বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন, সার্বিক কার্যসম্পাদন এবং শৃঙ্খলাবিষয়ক রেকর্ড পর্যালোচনা করা হয়েছে বলে চিঠিতে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে অনেককে ভুয়া অভিযোগেও চাকুরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

চিঠি থেকে জানা যায়, মোট ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ, যেমন অনিয়ম, দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গজনিত কার্যক্রমের প্রমাণ বা সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। অতীতে এমন অভিযোগ পেলে প্রকল্প কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়েছেতবে এই ৮০ জনের অনিয়ম, দুর্নীতি এবং শৃঙ্খলাজনিত অভিযোগের কথা উল্লেখ করলেও তদন্ত ছাড়াই তাদের চাকুরিচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে

চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশন এবং প্রকল্পের সুনামভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে এই অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রকল্পের বর্ধিত মেয়াদে (আগামী ০১/১২/২০২৫ থেকে ৩০/১১/২০২৬ তারিখ পর্যন্ত) পুনঃনিয়োগ প্রদান করা হয়নিচাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের আজকের (০২ ডিসেম্বর) মধ্যে তাদের দায়িত্বে থাকা সকল মালামাল সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছেমালামাল বুঝিয়ে দেওয়ার পর ছাড়পত্র গ্রহণ করে প্রকল্প কার্যালয়কে অবহিত করার পরই তাদের বকেয়া বেতন-ভাতা ছাড় করা হবে বলেও জানায় প্রকল্প কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]