45421

11/28/2025 মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর ২০২৫ ১৫:২৮

রাতের ঠিক কোন সময়ে আলোটা পুরো ঘরে সমানভাবে পড়ে, সেটা অনেকেরই জানা নেই। কিন্তু মোশাররফ করিম সেটাই বুঝলেন এক অভিনব চরিত্রে অভিনয় করতে গিয়ে। দীর্ঘদিনের আনন্দ-হাসির অভিনেতা এবার দাঁড়ালেন একাকী মঞ্চের সামনে- স্ট্যান্ডআপ কমেডিয়ান হয়ে।

শরাফ আহমেদ জীবনের নতুন ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’-এ এমন এক মানুষকে দেখা যাবে, যিনি জীবনের মাঝবয়সি ঝড়ঝাপটা, ছোট ছোট হতাশা আর অগোচরে জমে থাকা ক্লান্তিকে হাসির মোড়কে তুলে ধরেন। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত। শিগগিরই চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।

এ নিয়ে নির্মাতা শরাফ আহমেদ জীবন গণমাধ্যমে বলেন, মানুষের জীবনে সব আলো সবসময় কাজে দেয় নাকখনো তীব্র আলোতে কিছুই দেখা যায় না, আবার অন্ধকারে তো আরও নয়। তাই তিনি বেছে নিয়েছেন ‘ডিমলাইট’—মৃদু আলো, যেখানে লুকিয়ে থাকা সমস্যাগুলোও চোখে পড়ে। দর্শককে সেই আলোয় দাঁড়িয়ে নিজের জীবন দেখতে শেখাতেই এই গল্প।

মোশাররফ করিমও গল্পটিকে দেখেছেন নিজের মতো করে। তার চোখে, জীবনে আসলে এক এক করে যোগ হতে থাকে নানা আবরণ, টাকার হিসাব, বাচ্চার স্কুলের খরচ, বাজার-সদাই, সকাল-বিকেলের তাড়াহুড়া। সেই আবরণের ভিড়ে হারিয়ে যায় সম্পর্কের কোমলতা। কোথাও থাকে না ফুল, থাকে না ফুলের ঘ্রাণ; শুধু দায়িত্ব আর নিয়মের ঠাসবুনন। এই চরিত্রের মধ্য দিয়ে সে হারিয়ে যাওয়া ঘ্রাণ খুঁজে পেতে চান তিনি।

ডিমলাইট’-এ মোশাররফ করিমের সঙ্গে আছেন তানজিকা আমিন, পারশা ইভানা, শরাফ আহমেদ জীবনসহ আরও কয়েকজন শিল্পী।

মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ সিনেমা এটি। এর আগে প্রকল্পটি উপহার দিয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ এবং ‘৩৬-২৪-৩৬’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]