45413

11/28/2025 রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন

রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৫ ২২:০০

রাজধানীর মগবাজারের একটি ৮ তলা ভবন এবং তেজগাঁওয়ের কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে কারওয়ান বাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর রাত ৯ টা১৮ মিনিটে মগবাজারে আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য জানান।

মগবাজারের আগুন নিয়ে তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে মগবাজারের দিলুরোড এলাকায় একটি আটতলা আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। পরে রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তেজগাঁওয়ের আগুন নিয়ে তিনি জানান, রাত ৮টা ৫০ মিনিটে তেজগাঁওয়ের কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুনের সংবাদ আসে। পরে রাত ৯টায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট কাজ করে ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]