45386

11/27/2025 সদস্যদের ৬৮ শতাংশ জমি আল-ফাহিতা সমিতির ৪ কর্তার পেটে!

সদস্যদের ৬৮ শতাংশ জমি আল-ফাহিতা সমিতির ৪ কর্তার পেটে!

অর্থনৈতিক প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৫ ২১:৫০

প্রতারণার মাধ্যমে ৬৭.৭৫ শতাংশ জমি প্রতারণামূলকভাবে বিক্রি করে ২ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আল-ফাতিহা বহুমুখী সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছে।

শিগগিরই সংস্থাটির সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।

মামলার আসামিরা হলেন- আল-ফাতিহা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম পাঠান, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, কিং বিডি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক খান ও ফাইন্যান্স ডাইরেক্টর মোহাম্মদ কামরুল হাসান।

প্রতিবেদন সূত্রে জানা যায়, সমবায় মন্ত্রণালয়ের পরিপত্র এবং সমিতির বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত বিক্রয়নয় উপ-কমিটির সুপারিশ উপেক্ষা করে আসামিরা ৬৭.৭৫ শতাংশ জমি প্রতারণামূলকভাবে বিক্রি করেন। পরে জমি বিক্রির ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ২৫০ টাকা সমিতির হিসাবে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় মামলা অনুমোদন দিয়েছে দুদক।

অন্যদিকে সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম পাঠান, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ ও কোষাধ্যক্ষ এ এস এম জসিম উদ্দিন, কিং বিডি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক খান ও ফাইন্যান্স ডাইরেক্টর মোহাম্মদ কামরুল হাসানের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদের নোটিশ ইস্যু করার সুপারিশ করেছেন অনুসন্ধান কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]