45375

11/26/2025 হোয়াইটওয়াশের পর বড় দুঃসংবাদ পেল ভারত

হোয়াইটওয়াশের পর বড় দুঃসংবাদ পেল ভারত

খেলা ডেস্ক

২৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৩

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রে ফাইনাল খেললেও, শিরোপা জেতা হয়নি ভারতের। গত বছর শেষ হওয়া তৃতীয় চক্রে (২০২৩-২৫) বাদ পড়ে ফাইনালের আগেই। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার নির্দিষ্ট ফরম্যাটের সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। তাদের কাছেই এবার ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত। ২-০ ব্যবধানে সিরিজ হেরে শুভমান গিলের দল বড় দুঃসংবাদ পেয়েছে।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মোট ১৮টি ম্যাচ খেলার কথা ভারতের। এর মধ্যে তারা ৯টি টেস্ট খেলে ফেলেছে। যাত্রাপথের মাঝখানে দাঁড়িয়ে ভারতের সাফল্যের হার ৪৮.১৫ শতাংশ। প্রোটিয়াদের কাছে আজ (বুধবার) গুয়াহাটিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে (৪০৮) টেস্টে হারল পান্ত-রাহুল-বুমরাহদের। যা তাদের এবারের চক্রে ফাইনাল খেলার পথে বড় ধাক্কা দিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তারা নেমে গেছে ৫ নম্বরে।

৯ ম্যাচে ৪টি করে জয় ও হারের পাশাপাশি একটি ড্র করেছে ভারত। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তারাই এখন পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলল। অথচ প্রথম আসরের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এখনও খাতাই ‍খুলতে পারেনি। তারা বাদে আইসিসির টেস্ট স্বীকৃতিপ্রাপ্ত প্রতিটি দেশই চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলা শুরু করেছে। ২ ডিসেম্বর থেকে ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে কিউইরা আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজকে। এবারের চক্রে সেটাই হবে কিউইদের প্রথমবার টেস্টে নামা।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শীর্ষে অবস্থান করছে গত আসরের রানারআপ অস্ট্রেলিয়া। ৪ ম্যাচের সবকটিতে জিতে শতভাগ পয়েন্ট প্যাট কামিন্সদের দখলে। দুইয়ে ওঠা দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৩ জয় ও এক হারের পর পয়েন্ট ৭৫ শতাংশ। শ্রীলঙ্কা ২ ম্যাচে ১টি করে জয় ও ড্র নিয়ে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে এবং ২ ম্যাচে ১টি করে জয় ও হারের পর পাকিস্তান ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

প্রোটিয়াদের বিপক্ষে ইডেন টেস্টে হারের পর চারে নেমে গিয়েছিল ভারত, গুয়াহাটিতে হেরে নামল পাঁচ নম্বরে। ছয় নম্বরে রয়েছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ৬ টেস্টের মধ্যে ২ জয়, ৩ হার ও এক ড্রয়ের পর তাদের পয়েন্ট ৩৬.১১ শতাংশসম্প্রতি পার্থ টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে শুরু হওয়া অ্যাশেজের প্রথম ম্যাচে হেরেছে ইংলিশরাসাত নম্বরে থাকা বাংলাদেশম্যাচে একটি করে হারড্রয়ের পর পয়েন্টের শতাংশ ১৬.৬৭।

ওয়েস্ট ইন্ডিজ চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৫টি ম্যাচ খেলেছে। যেখানে তারা সবকটিতেই হেরেছে। ফলে ক্যারিবীয়রাই থাকার কথা ছিল টেবিলের তলানিতে। এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা দলটি আপাতত ৯ দলের মধ্যে আটে রয়েছে। কারণ নয়ে থাকা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত অভিযান শুরু করেনি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই তারা ২ ডিসেম্বর চক্রের প্রথম ম্যাচ খেলবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]