45374

11/26/2025 ধামরাইয়ে ৭ ইটভাটার কার্যক্রম বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

ধামরাইয়ে ৭ ইটভাটার কার্যক্রম বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

সাভার থেকে

২৬ নভেম্বর ২০২৫ ১৮:২৭

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে ২টি ইটভাটার চিমনি ভেঙে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ৫টি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে তিনি ধামরাইয়ের সূতিপাড়া, কুল্লা ও রোয়াইল এলাকায় এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ধামরাইয়ের সূতিপাড়া ও রোয়াইল এলাকায় মেসার্স রাইসুর অ্যান্ড সামসুদ্দিন ব্রিকস, মেসার্স থ্রিস্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস ও মেসার্স এস এন ব্রিকস অ্যান্ড কোং নামক পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রত্যেকটি ইটভাটাকে তিন লাখ করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উপজেলার কুল্লা ও রোয়াইল ইউনিয়নে মেসার্স মাহী ব্রিকস ও মেসার্স এবিসি ব্রিকস নামক দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নে মেসার্স ডিএসবি রি-সাইক্লিং প্ল্যান্ট নামে একটি অবৈধ টায়ার কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, পাঁচটি ইটভাটাকে তিন লাখ করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুইটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। সাত ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ওই কর্মকর্তা।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসেন, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক ইলিয়াস মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায়, পরিদর্শক এস এম মনজুর-উল-আলমসহ ধামরাই থানা পুলিশ, এক প্লাটুন র‌্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]