45341

11/26/2025 বছরের শেষে লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে নতুন বছরের শুরুতে

বছরের শেষে লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে নতুন বছরের শুরুতে

শিক্ষা ডেস্ক

২৫ নভেম্বর ২০২৫ ২০:৫৬

বছরের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাসে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, কোথাও ১৫ দিন আবার কোথাও ১৬ দিন পর্যন্ত ছুটি রাখা হয়েছে। তবে সব প্রতিষ্ঠানেই ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে দিবসটি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ছুটি শুরু হবে ১১ ডিসেম্বর থেকে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিতে হবে। এ ছাড়া, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত থাকবে বছরের শেষ ছুটি। পরে ২৮ ডিসেম্বর শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় দিবসে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান পালনের নির্দেশনা রয়েছে।

সরকারি ও বেসরকারি কলেজে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪ দিনের শীতকালীন ছুটি থাকবে। এর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কলেজগুলো কার্যত ১৬ দিনের জন্য বন্ধ থাকবে। কলেজের শিক্ষার্থীরাও ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বিজয় দিবস পালন করবেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানেও একই সময়ে ছুটি কার্যকর হবে। দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) সব মাদরাসায় ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে।

এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় তারাও অতিরিক্ত দুই দিনের অবকাশ পাবেন। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। পাশাপাশি মাদরাসায় দুই স্তরে বৃত্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]