45330

11/26/2025 ৩০ মিনিট পার হলেও পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

৩০ মিনিট পার হলেও পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৫ ১৭:৫৬

রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। অগ্নিকাণ্ডের ৩০ মিনিট পার হলেও যানজটের কারণে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এসব কথা জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় আমাদের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর এখনো আসেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]