45249

11/23/2025 মুশফিককে কেন সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, ব্যাখ্যা দিলেন আশরাফুল

মুশফিককে কেন সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, ব্যাখ্যা দিলেন আশরাফুল

খেলা ডেস্ক

২২ নভেম্বর ২০২৫ ২১:৩১

নিজের শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই এলিট ক্লাবে যোগ দিয়েছিলেন। পরে দ্বিতীয় ইনিংসে ফিফটি করে নতুন আরেক রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিক।

বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও পঞ্চাশোর্ধ্ব রান করেন মুশফিক। এত দিন এই কীর্তি ছিল শুধু মাত্র অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের। তবে মুশফিকের সামনেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ ছিল। তাহলে পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়তেন। কিন্তু বাংলাদেশ দল ইনিংস ঘোষণা করায় ৫৩ রানে অপরাজিত থেকে সন্তুষ্ট থাকতে হয় তাকে।

মুশফিককে কেন সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, সেই ব্যাখ্যা দিলেন আশরাফুল। চতুর্থ দিনের খেলা শেষে ব্যাটিং কোচ বলেন, ‘এটা একটা টিম গেম, আলাদা গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আলাদা (ব্যক্তিগত) পারফরম্যান্স করলেই টিম পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল, আমাদের তখন ৫০০ রান হয়ে গিয়েছেহ্যাঁ আপনি চাইলে আরো এক ঘণ্টা খেলাতে পারতেনকিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অব ক্রিকেটে।’

আশরাফুল পরে মুমিনুলকে নিয়ে বলেন, ‘হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে, না যেহেতু মুমিনুল কাছাকাছি আছে তাকে সুযোগটা দেওয়া হয়েছিল (সেঞ্চুরির)। কিন্তু দুর্ভাগ্য সে করতে পারেনিসেই কারণেই আসলে আর খেলা হয়নি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]