45246

11/22/2025 ঢাকার ১ সেকেন্ড পরই নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকার ১ সেকেন্ড পরই নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৫ ২০:২৮

ঢাকার বাড্ডা এলাকায় ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার ঠিক এক সেকেন্ড পরই নরসিংদীতে আরেকটি ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে নরসিংদীর ভূমিকম্পটির উৎসস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। শনিবার (২২ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭, যা অনুভূত হয়েছে ঢাকার বাড্ডা এলাকায়। এর ঠিক এক সেকেন্ড পর আরেকটি ৪.৩ মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীতে।

এ আবহাওয়াবিদ বলেন, নরসিংদীর ভূমিকম্প সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। শুধু উৎসস্থল হিসেবে নরসিংদী জানা গেছে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]