45241

11/22/2025 মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস

মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস

খেলা ডেস্ক

২২ নভেম্বর ২০২৫ ১৯:০৩

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দেয় দলটি। এবার আবারও তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে এক মৌসুমে দ্বিতীয়বারের মতো দলে ভেড়ানো হলো টাইগার পেসারকে।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই। তধারণা করা হচ্ছিল, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।

এবার আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস। বদলি হিসেবে মুস্তাফিজকে নেওয়ার কথা নিশ্চিত করেছে দুবাই। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে দুবাই।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন। এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।

প্রসঙ্গত, আগামীডিসেম্বর থেকে শুরু হবে আইএলটি-টোয়েন্টির পরবর্তী আসরফাইনাল হবেজানুয়ারি। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের ৩ ভেন্যু আবুধাবি, দুবাই এবং শারজাহতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]