45223

11/22/2025 সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি

সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৫ ১৩:৩৪

দুর্নীতি প্রতিরোধ, সেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরে সেবাগ্রহীতাদের হয়রানি রোধে সিলেটে ১৯১তম গণশুনানি আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে এই গণশুনানির আয়োজন করা হয়েছে।

সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। আর বিশেষ অতিথি হিসেবে কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত থাকবেন।

দুদক সূত্রে জানায়, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলো সিলেট জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সিলেট জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে।

গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সিলেট জেলার সব নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অনুরোধ করেছে দুদক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]